ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:৫৬, ১৭ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

যশোরে গৃহবধূর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে যৌতুকের দাবি মেটাতে না পেরে সুলেখা খাতুন (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাত ১০টার দিকে শহরতলীর নওদাগ্রামে ঘটনাটি ঘটেছে। সুলেখা নওদাগ্রামের রহমত ইসলামের স্ত্রী এবং শহরের সিটি কলেজপাড়ার লিয়াকত আলীর মেয়ে। লিয়াকত আলী বলেন, ‘আমার জামাই রহমত ইসলাম পেশায় লেদ মিস্ত্রি। প্রায় দশ বছর আগে মেয়ে সুলেখার সঙ্গে রহমতের বিয়ে দেই। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও একটি মেয়েসন্তান আছে। বিয়ের সময় নগদ টাকা, সোনার গহনা এবং বিভিন্ন মালমালসহ তিন লাখ টাকার যৌতুক দিয়েছি। গত এক মাস ধরে আবার এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল রহমত। যৌতুকের টাকা দিতে না পারায় সে স্ত্রী সুলেখাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় আবার সেই যৌতুকের দাবিতে জামাই রহমত সুলেখাকে মারমিট করে বাড়ি থেকে চলে যায়। রাত ১০টার দিকে মনের কষ্টে সুলেখা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’ জামায়াত নেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতা হলেন মহানগরীর মহিষবাথান এলাকার কামারুজ্জামান সোহেল। পুলিশ জানায়, জামায়াতের ওই নেতার বিরুদ্ধে নাশকতাসহ ১৪ মামলা চলমান। তাকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে আটক করা হয়েছে। চোলাই মদের কারখানা ধ্বংস নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৬ অক্টোবর ॥ উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের লতিফ খানের বাড়ির চোলাই মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ। এ সময় ওই কারখানা থেকে ১০ লিটার মদ ও ১৫০ লিটার মদের কাঁচামাল উদ্ধার করা হয়েছে। কারখানার মালিক লতিফ খানের ছেলে আরিফ খানকে গ্রেফতার করা হয়। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, দক্ষিণ আমতলী গ্রামের লতিফ খান ও তার স্ত্রী জেসমিন আকতার দীর্ঘদিন ধরে বাড়িতে চোলাই মদের কারখানা নির্মাণ করে মদ তৈরি করে আসছিল। পুলিশ সোমবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। রাজশাহীতে শ্রমিক নির্বাচন স্থগিত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ‘বিতর্কিত’ নির্বাচন স্থগিত করে দিয়েছে আদালত। সোমবার সকালে জেলা যুগ্ম-জজ আদালত-১-এর বিচারক সাদিয়া সুলতানা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন। মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে গত ২৪ মে সংগঠনটির ভোটগ্রহণ হয়েছিল। তবে রাতে ভোট গণনার সময় শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। নির্বাচন কমিশনারদের পিটিয়ে ব্যালট ছিনতাই, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। ফলে ওই দিনের নির্বাচন প- হয়ে যায়। পরে পদত্যাগ করেন নির্বাচন কমিশনাররা। ইয়াবাসহ মহিলা মেম্বার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ অক্টোবর ॥ ইয়াবাসহ এক মহিলা ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে ডিবি পুলিশ মহম্মদপুর উপজেলার চাঁপাতলা গ্রাম থেকে ইউপি মেম্বার শ্যামলী মুরাদকে ১৭৫ ইয়াবা এবং বিভিন্ন কর্মকর্তার সিলসহ গ্রেফতার করেছে । শ্যামলী মুরাদ মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। ট্রেনের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ট্রেনের ধাক্কায় শরীফ (১২) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের মদিনা হোটেলে কাজ করত। জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে দৌড়ে রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এরপর অচেতন অবস্থায় তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুতিয়াখালি গ্রামের বাসিন্দা। চুয়েটে ইইই ডে উদযাপন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য আয়োজনে সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদযাপিত হয়েছে ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই ডে-২০১৭। সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় রং-বেরঙের ফেস্টুন-ব্যানার হাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব। ‘ইলেক্ট্রিক্যাল ডে-২০১৭’ উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল ইইই বিভাগের সেমিনার কক্ষে ‘রিসার্চ মেথডলজি ফর ইয়াং রিসার্চারস’ শীর্ষক সেমিনার। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ। ডিবি পরিচয়ে ছিনতাই ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ব্যবসায়ীর বুকে খেলনা পিস্তল ঠেকিয়ে ডিবি পরিচয়ে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা চম্পট দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি খেলনা পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনাটি রবিবার রাতে শহরের মিলগেট ও ট্রাক টার্মিনালের মাঝামাঝি এলাকায় ঘটেছে। ছিনতাইকারীরা হলো, জেলা শহরের ডোকরোপাড়া গ্রামের টিপু সুলতান এবং সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন। জানা গেছে, রবিবার রাত সোয়া ৮টায় নলডাঙ্গা উপজেলা এলাকার দুই পান বেপারি খোরশেদ এবং আলতাফ হোসেন ৮ লাখ টাকা নিয়ে রিক্সায় ট্রাকটার্মিনাল এলাকায় যাচ্ছিল। এ সময় ট্রাক টার্মিনালের কাছে মিলগেট এলাকায় ৪টি মোটরসাইকেলে ৮ ছিনতাইকারী তাদের রিক্সা গতিরোধ করে। নিজেদের ডিবির সদস্য পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীদের চিৎকার-চেঁচামেচিতে ট্রার্মিনাল এলাকার মোটর শ্রমিকরা ঘটনাস্থলে এগিয়ে গেলে অন্যরা পালিয়ে গেলেও একটি মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। নেশার টাকা না পেয়ে ছেলের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ অক্টোবর ॥ নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে নুর ইসলামের বাড়িতে। জানা গেছে, কয়েকদিন ধরে শ্যামপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন মিয়া (১৮) বাবার কাছে নেশা করার জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করলে বাবার সঙ্গে অভিমান করে এদিন সকালে নিজকক্ষে বিষপান করে শাহিন আত্মহত্যা করে। গণধর্ষণকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ অক্টোবর ॥ সদর উপজেলার আখানগর গ্রামে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনায় সম্পৃক্ত সকলকে দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও নারী ও শিশু নিপীড়ন প্রতিরোধ মঞ্চ নামের একটি সংগঠন। সোমবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
×