ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ অক্টোবর ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ২৬নং পিঙ্গলাকাঠী পল্লী সমাজের উদ্যোগে সোমবার দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেন ও বাল্যবিবাহ বন্ধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে প্রস্তুতিমূলক সভায় পল্লী সমাজের প্রধান নাছরিন বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রাজা। বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা প্রতিনিধি সঞ্জিৎ হালদার। দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেনের চিকিৎসকের দায়িত্ব পালন করেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রভাষ বিশ্বাস। ইঁদুর নিধন অভিযান উদ্বোধন সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৬ অক্টোবর ॥ সোমবার বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সাবেক এমপি, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ. এম. রায়হান শাহ্রে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন- সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ. এম রায়হান শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
×