ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ধর্ষককে গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ অক্টোবর ২০১৭

শেরপুরে ধর্ষককে গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ অক্টোবর ॥ তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার ও বিচার দাবি এবং ওই শিশুর ডাক্তারি পরীক্ষা নিয়ে মহল বিশেষের যোগসাজশে জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়ার অনিয়মের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধনসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের নিউমার্কেট সড়কে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি এসএম শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মাসুদ ও ধর্ষিতার হতদরিদ্র পিতা। ওইসময় একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, মেরাজ উদ্দিন। উল্লেখ্য, ৬ অক্টোবর বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামের হাতু মিয়ার ছেলে ২ সন্তানের জনক জসিম উদ্দিন স্থানীয় হতদরিদ্র তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×