ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুততম বহুমুখী সমরযান

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ অক্টোবর ২০১৭

দ্রুততম বহুমুখী সমরযান

বিশ্বের দ্রুততম বহুমুখী সামরিক যান তৈরি করেছে চীন, যা পানিতেও সমানতালে চলবে। পানিতে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারে। হাইড্রোলিক ড্র্যাগটি ছোট করার জন্য গাড়িটি একটি ভি আকৃতির হুল ব্যবহার করতে পারবে। পানির মধ্যে কমপ্যাক্ট পাম্প জেট দিয়ে পরিচালিত হবে। এর ওজন পাঁচ দশমিক পাঁচ মেট্রিক টন। -ইয়াহু নিউজ নিরাপদ শহর টোকিও ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে পৃথিবী। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। সারা পৃথিবীর মোট ৬০টি শহরের ওপর সমীক্ষা করা হয়। ওই সমীক্ষায় বর্তমানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে জাপানের রাজধানী টোকিও। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর সিটি, তৃতীয় স্থানে জাপানের ওসাকা। সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বিপজ্জনক শহর হলো পাকিস্তানের করাচী। কোন্ শহর কতটা নিরাপদ তা জানতে সড়ক দুর্ঘটনা থেকে অপরাধের মাত্রা সবই পর্যবেক্ষণ করা হয়েছে। -জি নিউজ
×