ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফল প্রত্যাখ্যান বিরোধী দলের ভেনিজুয়েলায় আঞ্চলিক নির্বাচনে মাদুরোর দল অধিকাংশ আসনে জয়ী

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ অক্টোবর ২০১৭

ফল প্রত্যাখ্যান বিরোধী দলের ভেনিজুয়েলায় আঞ্চলিক  নির্বাচনে মাদুরোর দল অধিকাংশ আসনে জয়ী

ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকার গত রবিবারের আঞ্চলিক নির্বাচনে অধিকাংশ আসনে জয়লাভ করেছে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রকাশিত ফলাফল প্রত্যাখ্যান করা হয়। খবর ইয়াহু নিউজ। এর আগে সে দেশের নির্বাচন কমিশন প্রধান তিবিসে লুসেনা বলেন, ২৩টি রাজ্যের গবর্নর পদে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির ১৭ জন বিরোধী ডেমোক্র্যাটিক ঐক্যজোটের ৫ জন এবং একটি আসনের ফল অমীমাংসিত রয়ে গেছে। প্রকাশিত এই ফলাফলে উচ্ছ্বসিত হয়ে প্রেসিডেন্ট মাদুরো জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, ‘শ্যাভিসমো পুনরুজ্জীবিত হয়েছে রাজপথে এবং বিজয়ী হয়েছে (সর্বত্র)। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নামানুসারে ক্ষমতাসীন দল তাদের আন্দোলনকে ‘শ্যাভিসমো’ বলে থাকে। মাদুরোর দেয়া ভাষণের পর বিরোধী দল ডেমোক্র্যাটিক ইউনিয়ন রাউন্ড টেবিল জানিয়েছে, এই নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করেছে। এই দলের অন্যতম নেতা গেরার্দো ব্লাইড বলেন, নির্বাচন নিয়ে আমাদের গভীর সন্দেহ ও অবিশ্বাস আছে। তাই আমরা এখন কোন ফলাফল মেনে নিচ্ছি না। আমরা দেশের জন্য অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছি।
×