ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৩:২২, ১৬ অক্টোবর ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণমাধ্যম কর্মীদেরকে সাংবাদিকতার মূল বিষয়ে প্রাধান্য দিতে হবে এবং সর্বদা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সোমবার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাক্ষাৎকালে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, তরুণরা দেশের প্রধান শক্তি। তাদের আরও বেশি সক্রিয় হতে হবে। তরুণরা ঠিক মতো দায়িত্ব পালন করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকায় এ সময় তিনি নবীন সাংবাদিকদের প্রশংসা করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ জনকণ্ঠকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এটা আমাদের জন্য সম্মানের। রাষ্ট্রপতি আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রপতির পরামর্শ আমাদের উৎসাহিত করবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন, চ্যানেল আই অনলাইনের ইব্রাহিম সুজন, ইন্ডিপেডেন্টের আনিসুর রহমান, ঢাকা ট্রিবিউনের আরিফ আহমেদ, বনিক বর্তার সাইফ সুজন, যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন, দৈনিক করতোয়ার মোহতাসিম বিল্লাহ, আলোকিত বাংলাদেশের ইরফান এইচ সায়েম।
×