ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর উত্তর শাহজাহানপুর এক গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০২:৪১, ১৬ অক্টোবর ২০১৭

রাজধানীর উত্তর শাহজাহানপুর এক গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি খিলগাঁও থানার উত্তর শাহজাহানপুরের ৬৩৪ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার স্বামী আব্দুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের প্রতিবেশী আবদুল হাই জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের কারণে ফারজানা সবার অজান্তে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখাসে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শাহজাহানপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে ফারজানা আক্তার আতœহত্যা করে থাকতে পারেন। তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।
×