ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৮, ১৬ অক্টোবর ২০১৭

শেরপুরে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের পল্লীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু (১১) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামী ধর্ষক জসিম উদ্দিনকে (২৭) গ্রেফতার ও বিচার দাবি এবং ওই শিশুর ডাক্তারী পরীক্ষা নিয়ে মহল বিশেষের যোগসাজসে জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়ার অনিয়মের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধনসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের নিউমার্কেট সড়কে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি এসএম শহীদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মাসুদ ও ধর্ষিতার হতদরিদ্র পিতা। ওইসময় একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, দুদকের পিপি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান খোকন, এক্স সোলজার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জালাল উদ্দিন, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি সোহাবী বেগম, কুমড়ী কাটাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, পলাশ আহাম্মেদ প্রমুখ। ওইসময় তারা অবিলম্বে ধর্ষক জসিমকে গ্রেফতার দাবিসহ বিশেষ মহলের যোগসাজসে জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়ার অনিয়মের পাঁয়তারা বন্ধ করে ধর্ষিতা শিশুর সঠিক ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদানের দাবি জানান। পরে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন নেতৃবৃন্দ ধর্ষিতা শিশুর বাবা ও স্কুলের কর্মকর্তা-শিক্ষকদের নিয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি ও সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।
×