ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে সড়কের নাম পরিবর্তণ করায় এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশিত: ২১:১৫, ১৬ অক্টোবর ২০১৭

বাঁশখালীতে সড়কের নাম পরিবর্তণ করায় এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৬নং ওয়ার্ডের পশ্চিম পাড়া সড়কের নাম পরিবর্তণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাছাড়া শত শত এলাকাবাসী সাক্ষরিত অভিযোগ দায়ের করেছে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। সোমবার (১০ অক্টোবর) সকালে একদল এলাকাবাসী সড়কের নাম পরিবর্তণের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শণ করেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুইছড়ির পূর্ব পুইছড়ি গ্রামের দীর্ঘদিন থেকে পশ্চিম পাড়া সড়ক দিয়ে শত শত এলাকাবাসীর যাতায়াত। সাম্প্রতিক ঐ সড়কে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে সড়ক সংস্কার করা হয়। সড়কের নামকরণের উদ্দেশ্যে প্রভাবশালী মহল সোজায়েত আলী (প্রকাশ সোজার) নামে সড়কের নামকরণে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে রেজুলেশনের মাধ্যমে প্রস্তাব করা হয়। এ ঘঠনা এলাকাবাসীর মাঝে জানাজানি হলে তারা এলাকায় বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে ১০-১৫ বছর পূর্বের পশ্চিম পাড়া সড়কের নাম একজন দুষ্কৃতিকারী খারাপ প্রকৃতির লোকের নামে নামকরণ করা হচ্ছে।
×