ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাফ নদীতে নৌকাডুবি ॥ ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

প্রকাশিত: ১৭:৫৩, ১৬ অক্টোবর ২০১৭

নাফ নদীতে নৌকাডুবি ॥ ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের নাফ নদীতে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সোমবার ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে নেমেছে জানিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে চার নারী ও ছয় রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।” ডুবে যাওয়া নৌকা থেকে স্থানীয়রা ২১ জনকে জীবিত উদ্ধার করেছে বলে পুলিশ জানালেও কেউ নিখোঁজ আছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি। মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে নৌকা ডুবে প্রতি সপ্তাহেই রোহিঙ্গারা হতাহতের ঘটনা ঘটছে। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর ৮০ জনকে বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ৬০ জনের বেশি এবং ৮ অক্টাবর আরেক দুর্ঘটনায় ৩০ জনের বেশি মারা গেছে বলে ধারণা করা হয়। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।
×