ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যত্ন নিন ইনডোর প্লান্টের

প্রকাশিত: ০৬:০৩, ১৬ অক্টোবর ২০১৭

যত্ন নিন ইনডোর প্লান্টের

প্রিয় আবাস্থলের সৌন্দর্য বাড়াতে কে না চায়। ঘরের ভেতরের স্নিগ্ধ-শীতল আবহের জন্য চাই সবুজের সমাহার। আর একারণেই ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজিয়ে থাকেন অনেকেই। ঘরে গাছ শুধু রাখলেই চলবে না বরং লক্ষ্য রাখতে হবে, আপনার রুমের জন্য কোন্ গাছটি বেশি মানানসই এবং উপযুক্ত। এটা নির্ভর করবে যে জায়গা এবং বাড়ির সাজসজ্জার ওপর। ইনডোর প্লান্ট রাখার চিন্তা মাথায় থাকলে ঘরের রং হালকা হওয়াই ভাল। কারণ গাঢ় রং আলো শোষণ করে নেয়। ঘরের আলোর ওপর নির্ভর করে গাছ নির্বাচন করুন। ঘরের ইন্টেরিয়রে বৈচিত্র আনতে আপনি থিম অনুযায়ী গাছ পছন্দ করতে পারেন। হতে পারে সেটা ফুলভিত্তিক, আর্কিটেকচারাল অথবা রংবেরংয়ের পাতা। বাজারে বিভিন্ন ধরনের পাত্র বা টব পাওয়া যায় গাছ লাগানোর জন্য। সেজন্য ঘরের সাইজ ফার্নিচারের সঙ্গে মিল করে আপনি আপনার পছন্দসই পাত্র নির্বাচন করুন। চারাগাছ ভাল রাখার জন্য বাঁশ ও কাঠের ফ্রেম তৈরি করুন। টবের গাছগুলো এ ফ্রেম দিয়ে ঘিরে রাখুন। প্লাস্টিকের শিট দিয়ে ওপরের খোলা জায়গাটা ঢেকে রাখুন। তবে খেয়াল রাখুন যাতে গাছের ওপর প্লাস্টিকের শিট লেগে না যায়। বাতাস চলাচলের জন্য যেন জায়গা থাকে। চারাগাছ একটু বড় হলে অন্য জায়গায় সরিয়ে নিতে পারেন। সব গাছ সপ্তাহে অন্তত একদিন রোদে দিন। কারণ একটা গাছের ঠিকমতো বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য সূর্যের আলো খুবই জরুরি। তবে দুপুরের কড়া রোদে গাছ রাখবেন না। সকালের হালকা রোদে গাছ কিছুক্ষণ বাইরে রাখার চেষ্টা করুন। গাছের ফুল বা পাতার রং হালকা হতে থাকলে ঠা-া ও আলো কম পৌঁছায় এমন জায়গায় রাখুন। কারণ অতিরিক্ত আলো ও তাপের সংস্পর্শে এসে গাছের পাতা ও ফুলের রং হালকা হয়ে যায়। বাগানে শেডের ব্যবস্থা করতে পারেন এবং বাড়ির বারান্দাতে রাখতে পারেন। পচা পাতা, হলুদ বা খয়েরি কা- গাছের কাছে না জমিয়ে রেখে ফেলে দিন। গাছের টব বদলানোর সময় লক্ষ্য রাখবেন যাতে শিকড় নষ্ট না হয়। নিয়ম করে পুরনো পাতা কিংবা একটু নষ্ট হয়ে যাওয়া পাতা পরিষ্কার করুন। গাছে ঘন ঘন পানি দেয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে। কিন্তু তাই বলে একেবারে পানি দেয়া বন্ধ করবেন না। তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে। সকাল-বিকেল অল্প করে পানি দিন। গাছের পাতায় বেশি ধুলো জমলে জোরে ঘষবেন না, নরম কাপড়ে অল্প পানি দিয়ে পরিষ্কার করুন। অথবা স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পাতার নিচের অংশও পরিষ্কার করুন। কারণ ধুলো-ময়লার সঙ্গে পোকামাকড় জমে থাকে। রাতে গাছ কার্বন-ডাই অক্সাইড ছাড়ে বলে যতটা সম্ভব গাছ থেকে দূরে থাকুন। সম্ভব হলে রাতে ঘরের বাইরে গাছগুলো রেখে দিন এবং সকালে আবার ঘরে নিয়ে আসুন। আর যদি তা সম্ভব না হয় তাহলে জানালা খোলা রাখুন। যাপিত ডেস্ক
×