ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিযানজিন ওপেনে সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের ৩৬তম ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল

অনেক দিন পর শারাপোভা

প্রকাশিত: ০৫:৫০, ১৬ অক্টোবর ২০১৭

অনেক দিন পর শারাপোভা

জিএম মোস্তফা ॥ অবশেষে শিরোপার দেখা মিলল মারিয়া শারাপোভার। দুর্দান্ত খেলেই তিয়ানজিন ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। রবিবার টুর্নামেন্টের ফাইনালে এ্যারেনা সাবালেঙ্কাকে পরাজিত করে ২০১৫ সালের পর প্রথম কোন শিরোপা জয় করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শিরোপা জয়ের লড়াইয়ে এদিন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল ৭-৫ এবং ৭-৬ (১০-৮) গেমে পরাজিত করেন বেলারুশ সুন্দরী এ্যারেনা সাবালেঙ্কাকে। ডোপ পাপের কারণে দীর্ঘ ১৫ মাস নিষিদ্ধ ছিলেন মারিয়া শারাপোভা। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের এপ্রিলেই কোর্টে ফেরেন তিনি। প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেন মাশা। জায়গা করে নেন শেষ চারে। তবে এরপর আরও বেশ কয়েকটি ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি। খেলেছেন মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনেও। তবে কোনটিতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে স্টুটগার্ট ওপেনের পর এই তিয়ানজিন ওপেনেই সেরা পারফর্মেন্স উপহার দেন শারাপোভা। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটাই তার প্রথম কোন টুর্নামেন্টের ফাইনাল। আর ফাইনালে ওঠেই বাজিমাত করলেন তিনি। দীর্ঘদিন পর শিরোপার দেখা পেলেন মারিয়া। সবমিলিয়ে প্রায় ২৯ মাস পর শিরোপার স্বাদ পেলেন রাশিয়ান তারকা। এর আগে ২০১৫ সালের মে মাসে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন শারাপোভা। এরপর থেকেই ফর্মহীনতার ভুগছিলেন তিনি। দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর আগেই ডোপ পাপের কারণে নিষিদ্ধ হন পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী এই রাশিয়ান সুন্দরী। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০১ নাম্বারের খেলোয়াড় সাবালেঙ্কা। এই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেন তিনি। বড় বড় তারকাদের চমকে দিয়েই ফাইনালে জায়গা করে নেন বেলারুশ সুন্দরী। কিন্তু শেষ পর্যন্ত শারাপোভার বিপক্ষে পেরে উঠতে পারেননি তিনি। রাশিয়ান তারকার কাছে হেরে তাই চরম হতাশ সাবালেঙ্কা। তবে এই জয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন শারাপোভা। কেননা নিষেধাজ্ঞা থেকে ফেরার পর কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। অনেকেই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইউজেনি বাউচার্ড তো শারাপোভাকে প্রতারক বলেই মন্তব্য করেন। সেই সঙ্গে রাশিয়ান তারকাকে টেনিস থেকে আজীবনের জন্য নিষিদ্ধেরও দাবি জানান বাউচার্ড। তবে এই শিরোপা শারাপোভাকে নিঃসন্দেহেই অনুপ্রাণিত করবে। আগামী সপ্তাহেই রাশিয়ার মস্কোতে শুরু হবে ক্রেমলিন কাপ। শারাপোভার লক্ষ্য এখন সেখানেই। ২০০৭ সালের পর এই প্রথম ক্রেমলিন কাপে খেলবেন তিনি। ওয়াইল্ড কার্ড নিয়ে সেই ইভেন্টে যাচ্ছেন বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৮৬ নাম্বারে থাকা শারাপোভা। শুধু টেনিস নয় বিশ্ব ক্রীড়াজগতেই শারাপোভার নাম ঝলমল করছে। রাশিয়ান তারকার আজ টাকার অভাব নেই। তবে একদিন এমন ছিল যখন দিন চালানোর পয়সাই ছিল না তাদের। প্রচন্ড কষ্টে কাটতো দিন। গত মাসে শারাপোভার আত্মজীবনী প্রকাশিত হয়। সেখানেই রুশ সুন্দরী ছেলেবেলার নানা কাহিনী তুলে ধরেছেন। ছেলেবেলা থেকে দ্রারিদ্র্যের সঙ্গে লড়েই এই জায়গায় পৌঁছাতে তাকে কতটা ঘাম ঝরাতে হয়েছে। সেই কথাও খুব স্পষ্ট করে লিখেছেন মাশা।
×