ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩

প্রকাশিত: ০৪:৪১, ১৫ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতেরা হলো- নবী হোসেন (৩৬), শাহীন (৩৫) ও লিয়াকত(৪৫)। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়না ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার ফতুল্লার লাল খাঁ এলাকায় আব্দুর রশিদ বেপারীর মালিকাধীন তিন তলা বাড়ি নির্মাণ কাজ চলছিল। ওই তিন তলা বাড়ির নিচতলায় সেফটিক ট্যাঙ্কের জন্য ঢালাই কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খোলার কাজ করছিল ওই তিন শ্রমিক। প্রথমে সেফটিপ ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খোলার জন্য নিচে নামেন লিয়াকত হোসেন। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে নিচে নামেন অপর শ্রমিক নবী হোসেন। তিনিও নিচে নামার পরও তার সারা শব্দ না পেয়ে অপর শ্রমিক শাহীন নিচে নামে তারও কোন সারা শব্দ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অক্সিজেন নিয়ে নিচে নেমে তিনজনের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, সেফটিক ট্যাংকি পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ৩ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতেরা নির্মাণ শ্রমিক বলে তিনি জানান। ধারণা করা হচ্ছে, সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে এ ঘটনা ঘটেছে।
×