ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:০৪, ১৫ অক্টোবর ২০১৭

সিরাজদিখানে  ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজারে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে এই আগুনের লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা জানান। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত বলে এলাকাবসী মনে করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে গুয়াখোলা বাজার আগুন লাগে। এ সময় দোকানীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করে লোকজনকে জড়ো করে আগুন নেবানোর চেষ্টা করে। কিন্তু তার পূর্বেই মামুনের ঔষদের দোকান, আরমানের চায়ের দোকান, নুরমোহাম্মদ এর মুদি দোকান, একটি খলিফা দোকান, ২টি ফানিচার দোকান, একটি সেলুন ও একটি স্বর্নের দোকান পুড়ে যায়। বাসাইল ইউনিয়নে যুবলীগের সহ সভাপতি সলাউদ্দিন মোল্লা জানান, আগুন লাগার খবর পেয়ে এলাবাসীসহ আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। বাসাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সাভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের গাড়ী বাসাইল বাজারে এসে ভাঙ্গা ব্রিজ এর কারণে ঘটনা স্থলে পৌছাতে পারেনি। তবে এ সময়ে স্থানীয়রা আগুন নিন্ত্রনে আনলেও ৮টি দোকান ভস্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা হবে।
×