ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে টাকা নিয়ে নিয়োগের অভিযোগ

প্রকাশিত: ০২:২৩, ১৫ অক্টোবর ২০১৭

ঈশ্বরদীতে টাকা নিয়ে নিয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখায় জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও অর্থ লেনেদেনের অভিযোগ উঠেছে। দপ্তরী ও নৈশ প্রহরী পদের নির্দিষ্ট দু’জন প্রার্থীর নিকট থেকে দশ লাখ টাকা নিয়ে নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ প্রক্রিয়া মৌখিকভাবে চুড়ান্ত করা হয়েছে। দপ্তরী পদে মোঃ ইাদ্রিস আলী ও নৈশপ্রহরী পদে ভোলাকে নিয়োগ দেওয়া হচ্ছে। দপ্তরী পদের প্রার্থী মোঃ আবু রায়হান ও নৈশপ্রহরী পদের প্রার্থী মোঃ রাসেল রানার অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে। সুত্রমতে ,গত ২২ আগস্ট/১৭ পাকুড়িয়া স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখায় একজন দপ্তরী ও একজন নৈশ প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর দপ্তরী পদে ৮ ও নৈশ প্রহরী পদে ৬ জন প্রার্থী ৩’শ টাকার অফেরত যোগ্য ব্যাংক ড্রাফ্টসহ আবেদন করেন। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামি ২০ অক্টোবর কোন প্রকার লিখিত পরীক্ষাবাদে মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আব্দুর রহমান ও পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলাম দু’পদের প্রার্থী দপ্তরী মোঃ ইাদ্রিস আলী ও নৈশপ্রহরী পদে ভোলার নিকট থেকে দশ লাখ টাকা গ্রহণ করেছেন। প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আব্দুর রহমান ও পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলামের নিয়োগবাবদ অগ্রিম ঘুষের টাকা গ্রহনের বিষয়টি স্বয়ং টাকা প্রদানকারীরাই এলাকায় বলে বেড়াচ্ছেন। অধ্যক্ষ আব্দুর রহমান ও পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলামের ঘনিষ্ট সুত্র অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
×