ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে দুই নারী মাদক বিক্রেতার কারাদন্ড

প্রকাশিত: ০২:১৮, ১৫ অক্টোবর ২০১৭

কালিয়াকৈরে দুই নারী মাদক বিক্রেতার কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে রবিবার দুপুরে চোলাইমদসহ আটক দুই নারী বিক্রেতাকে দুই বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- কালিয়াকৈর উপজেলার যোগীরচালা কোচপাড়া এলাকার বিশু বর্মনের স্ত্রী শ্যামলী (৪৫) ও কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী রীতা রাণী বর্মন (২৬)। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্স কালিয়াকৈর উপজেলার যোগীরচালা কোচপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শ্যামলীকে ৮০ লিটার এবং রীতা রাণী বর্মনকে ৬০ লিটার চোরাইমদসহ হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ১৪০ লিটার চোরাইমদসহ আটক ওই দুই নারীর প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
×