ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ০২:১৭, ১৫ অক্টোবর ২০১৭

শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে স্বামীর বাড়ি থেকে আছিয়া (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বালুঘাট নবীনগর এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ২ কন্যা সন্তানের জননী নিহত আছিয়া উপজেলার দাসপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে। নির্যাতনের পর মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই জব্বার আলী। তবে পুলিশ বলছে, ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। জানা যায়, শ্রীবরদী উপজেলার দাসপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে আছিয়া খাতুনের সাথে প্রায় ১৩/১৪ বছর আগে পার্শ্ববর্তী বালুঘাট নবীনগর এলাকার দেলোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে ২ কন্যা সন্তান রয়েছে। রবিবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় মুখে বিষের দুর্গন্ধ পাওয়া যায়। নিহতের ছোট ভাই জব্বার আলী জানান, বিয়ের পর থেকে আছিয়া ও তার স্বামীর মাঝে যৌতুক লেনদেন নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এতে আছিয়া জ্ঞান হারালে স্বামী দেলোয়ার তার মুখে বিষ ঢেলে দিয়ে তাদের বাড়িতে খবর দেয়। তাকে ঘটনাস্থল উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তর করলে ময়মনসিংহ হাসপাতাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আছিয়া মারা যায়। পরে তার স্বামীর বাড়িতে লাশ নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, বোন আছিয়াকে হত্যার পর স্বামী ও তার বাড়ির লোকজন মুখে বিষ ঢেলে দিয়েছে। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, নিহতের পরিবারের নিকট থেকে সংবাদ পেয়ে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষপানে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
×