ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে বোমা বিস্ফোরক মামলায় যাবতজ্জীবন ১

প্রকাশিত: ০২:১৬, ১৫ অক্টোবর ২০১৭

মৌলভীবাজারে বোমা বিস্ফোরক মামলায় যাবতজ্জীবন ১

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ বোমা বিষ্ফোরণ মামলায় কামাল উদ্দিন (৪৩) নামের এক জঙ্গীকে রোববার দুপুরে যাবজীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম। সাজাপ্রাপ্ত কামাল নেত্রকোণা জেলার কালিয়াজুরী গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বিগত ২০০৫ সালে মৌলভীবাজার পৌর শহরের কুসুমবাগ মধুবন হোটেলের সামনে বোমা বিষ্ফোরণ মামলায় (মামলা নং ৩৫/২০০৬) চারজনকে আসামী করা হয়। মামলায় কামালের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তাকে যাবজীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় মঞ্জুরুল মুরাদ, মশিউর রহমান হারুন ও লুৎফুর রহমানকে আদালত খালাস দিয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৫জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আজিজুর রহমান চৌধুরী ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কৃপাসিন্ধু দাশ।
×