ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ৯০ কেজি কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০০:৩৪, ১৫ অক্টোবর ২০১৭

ঝালকাঠিতে ৯০ কেজি কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি পিকআপ ভ্যানে পরিবহনের সময় ঝালকাঠিতে ৯০ কেজি কারেন্ট জাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সকালে শহরের কলেজ মোড় এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়। এসময় কারেন্ট জাল বহন করা পিকআপ ভ্যানের চালক মাসুম হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলোকে সদর উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া অভিযান চলা ১৫ দিনে জেলায় ৪৭টি মোবাইল কোর্টে ৭৪টি অভিযানে ৮৪ হাজার ৮০০ মিটার জাল আটক করা হয়েছে। যার মূল্যে ১২ লাখ ৭২ হাজার টাকা। ২৯৩ কেজি মাছ জব্দ করা হয়েছে ১৮টি মামলা দায়ের হয়েছে। ৭টি মামলায় ৭ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
×