ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে রোহিঙ্গাদের গনহত্যা বন্ধের দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

প্রকাশিত: ০০:৩৩, ১৫ অক্টোবর ২০১৭

ঝালকাঠিতে রোহিঙ্গাদের গনহত্যা বন্ধের দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা প্রশাসকের সামনের সড়কে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীসংঘে উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নের আলোকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মো: আবুল হোসেন, জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বিল্টু, মো: কাউয়ুম হোসেন, কেন্দ্রীয় ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক মিন্টু দে ও রুস্তুম আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
×