ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইলিয়াছের নতুন যুদ্ধযাত্রা

প্রকাশিত: ০০:২৫, ১৫ অক্টোবর ২০১৭

ইলিয়াছের নতুন যুদ্ধযাত্রা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ নতুন যাত্রা শুরু করলেন ইলিয়াছ। জীবন যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যেই রবিবার এই যত্রা শুরু করেছেন পঙ্গু যুবক ইলিয়াছ। ইলিয়াছের এই যাত্রার বাহন হলো তার নিজের প্রযুক্তিতে মোটর সাইকেল ইঞ্জিন দিয়ে তৈরী অটো বাইক রিকসা। জানা গেছে,মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের আলাল উদ্দিনের ছেলে ইলিয়াছ প্রথমে একটি গার্মেন্টসে চাকুরী নেন। সে চাকুরীতে ভাল না লাগায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী গাড়িতে ফেরিওয়ালার ব্যবসা শুরু করেন। গাড়িতে ফেরি করে পন্য বিক্রির সময় চার বছর আগে গাড়ি চাপায় সে গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তার বাম পা কেটে ফেলেন। এরপর ইলিয়াছ সুস্থ্য হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইবাসে একটি ঘুনি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। এতে তার সংসার ভালই চলছিল। কিন্তু মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় ইলিয়াসের দোকানটি ভাঙ্গা পড়ে। এতে তিনি স্ত্রী সন্তান নিয়ে বেকায়দায় পড়ে যান। দোকানটি সরিয়ে অন্যত্র নিলেও বেচা-বিক্রি কমে যাওয়ায় তার সংসার তেমন ভাল চলছিলনা। পরে তিনি তার ভাইরার কাছ থেকে একটি পুরাতন মোটর সাইকেল আনেন এবং ওয়ার্কসপ থেকে তার প্রযুক্তি ব্যবহার করে একটি রিকসা বানান। যার নাম দিয়েছেন অটো বাইক রিকসা। রবিবার সকালে ইলিয়াছ তার অটো বাইক রিকসা নিয়ে নতুন যাত্রা শুরু করেন। দুপুরে মির্জাপুর কলেজ রোডে ইলিয়াছকে তার অটো বাইক রিকসা দিয়ে যাত্রী আনা নেওয়া করতে দেখা গেছে। ইলিয়াস এক প্রতিক্রিয়ায় বলেন,আমার এক পা না থাকলেও আমি সক্ষম। কর্ম করেই সংসার চালাতে চান বলে তিনি জানান।
×