ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ২৩:৫২, ১৫ অক্টোবর ২০১৭

কলাপাড়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার রজপাড়ায় দু’টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যামান আদালত এ অভিযান চালায়। এসময় সৈয়দ আক্তারুজ্জামান কোক্কার মালিকানাধীন এসইপি ব্রিকসএর ম্যানেজার মোঃ মোরসালিনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড এবং সৈয়দ মোঃ রাহাতের মালিকানাধীন রাহাত ব্রিকস এর রাহাতকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন। পরে জরিমানা পরিশোধের পর উভয়কে মুক্তি দেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ অনুসারে এদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানা গেছে। কলাপাড়া থানার এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের টিম এ অভিযানে সহায়তা করে।
×