ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়ার ইয়াবা ডিলার গৌরনদীতে গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ অক্টোবর ২০১৭

আগৈলঝাড়ার ইয়াবা ডিলার গৌরনদীতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার ইয়াবা ডিলার জাকাত ফকির ও তার দুই সহযোগীকে শনিবার মধ্যরাতে বিপুল পরিমান ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আগৈলঝাড়ার ফুলশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের পুত্র ইয়াবা ডিলার জাকাত ফকির, তার সহযোগী পাশ্ববর্তী কালকিনি উপজেলার ইদ্রিস বরকান্দাজ ও পলাশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় জাকাতের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকা, ইদ্রিসের সাথে পাঁচ শ’ পিস ও পলাশের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সূত্রে আরও জানা গেছে, রবিবার দুপুরে গ্রেফতারকৃত ইয়াবা ডিলার জাকাত ফকিরকে ছাড়িয়ে নিতে মাসুম নামের আগৈলঝাড়ার এক কথিত সাংবাদিক সাবেক আগৈলঝাড়া থানার ও বর্তমানে গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলামের সাথে গোপন বৈঠক করেন। ফলশ্রুতিতে ইয়াবা ডিলার জাকাত ফকিরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করানোর জন্য ওসি উঠেপরে লেগেছেন বলেও সূত্রটি দাবি করেন। আগৈলঝাড়ার একাধিক সূত্রে জানা গেছে, ইয়াবা ডিলার জাকাত ফকির দীর্ঘদিন থেকে থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে ইয়াবা আমদানি করে পুরো উপজেলার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছে। থানা পুলিশের সাথে গভীর সখ্যতা থাকায় সে (জাকাত) বরাবরেই পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়েছে। অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জাকাতের সাথে কিছুই পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×