ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৌলতপুরে মিলন জুয়েলার্সে চুরি, ৫০ লক্ষ টাকার মালামাল লুট

প্রকাশিত: ২২:১৯, ১৫ অক্টোবর ২০১৭

দৌলতপুরে মিলন জুয়েলার্সে চুরি, ৫০ লক্ষ টাকার মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা বাজারের মিলন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি হয়েছে। এসময় সংবদ্ধ চোর নগদ টাকা সহ প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রবিবার দুপুর ১২ টার সময় এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লারদর্গা বাজারে সকল ব্যাবসায়ি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। মিলন জুয়েলার্সের মালিক ইমদাদুল হক জানান, শনিবার গভীর রাতে এলাকার এক দল সংঘবদ্ধ চোর চক্র মিলন জুয়েলার্সের দোকানের প্রাচীর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে নগদ অর্থ সহ ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আল্লারদর্গা বাজারে সকল ব্যাবসায়ি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রায় ২ ঘন্টা কুষ্টিয়া –প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। এ খবর পেয়ে কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ও বাজার কমিটির সদস্যবৃন্দ ঘটনাস্থলে পরিদর্শন করে ১০ জন নাইট গার্ড কে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যাবসায়িরা তাদের বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
×