ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামী পলাতক ॥ ৭ দিনেও গৃহবধূ মরিয়মের মত্যুর রহস্যজট খোলেনি

প্রকাশিত: ২২:০৬, ১৫ অক্টোবর ২০১৭

স্বামী পলাতক ॥ ৭ দিনেও গৃহবধূ মরিয়মের মত্যুর রহস্যজট খোলেনি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে নিঃসন্তান গৃহবধূ মরিয়মের (১৮) রহস্যজনক মৃত্যুর জট খোলেনি। এ ঘটনার পর থেকে স্বামী শিমুল পলাতক রয়েছে। মহিপুর থানা পুলিশ লাশের ময়না তদন্ত করেছে। কিন্তু রিপোর্ট না পাওয়ায় কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি। আর মরিয়মের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। অপরদিকে একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। খবর নির্ভরযোগ্য সুত্রের। সুত্রমতে, নিহত মরিয়ম বরকতিয়া গ্রামের মালেক জোমাদ্দারের মেয়ে এবং শিমুল একই গ্রামের হানিফ মৃধার পুত্র। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। ৭ অক্টোবর শনিবার সকাল দশটায় মরিয়ম বাবার বাড়িতে অবস্থানকালে মারা যায়। স্থানীয়দের দাবি এসময় তার গলায় কালো দাগ ছিল। ডাবলুগঞ্জ ইউপি সদস্য মোঃ শওকত জানান, মরিয়মের অসুস্থতার খবর পেয়ে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে গিয়ে জানতে পারেন সে মারা গেছে। মরিয়মের মামা তারিকাটা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, মরিয়মের মৃত্যুর ঘটনা রহস্যজনক। প্রকৃত রহস্য উদঘাটনের দাবী জানান তিনি। এসআই হাফিজ বলেন, ‘খবর পেয়ে ঘটনার দিন বেলা আড়াইটায় আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে নিহতকে দাফন সম্পন্ন প্রক্রিয়ায় দেখতে পাই। প্রাথমিক সুরতহালে শেষে লাশ উদ্বার করে ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত রহস্য উদগাটন করা যাবে।
×