ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক

প্রকাশিত: ২২:০৫, ১৫ অক্টোবর ২০১৭

সুন্দরবনে অস্ত্রসহ দুই বনদস্যু আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল থেকে রবিবার সকালে মাছ মামুন বাহিনীর দুই বনদস্যুকে র্যাব আটক করেছে। এরা হল, রামপাল উপজেলার রিপন সরকার ওরফে দুদ রিপন এবং সাতক্ষীরা জেলার আবু সাঈদ গাজী। তাদের নিকট থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক, দুটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল এবং দুটি ওয়ান শুটারসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান বলেন, ‘বনদস্যু মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনী সশস্ত্র অবস্থায় জোংড়ার খালে অবস্থান করছিল। গোপন সাংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে বাহিনী প্রধান মাছ মামুন পালিয়ে গেলেও তাদের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক, দুটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল এবং দুটি ওয়ান শুটারসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।
×