ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে ছাত্রদল নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২০:০৫, ১৫ অক্টোবর ২০১৭

নড়াইলে ছাত্রদল নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নাশকতার অভিযোগে নড়াইলের কালিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ নেতা-কর্মীকে আসামী করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শনিবার রাতে কালিয়া থানার এস আই অখিল রায় বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানাগেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছোট কালিয়া মোড় এলাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যানার, ৫টি ককটেল, গাছের গুড়ি ও ইটের টুকরা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই কালিয়া থানার এস আই অখিল রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং-১১)। তবে ঘটনার সাথে জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সমশের আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
×