ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবারও উপেক্ষিত অশ্বিন-জাদেজা

প্রকাশিত: ১৮:৫১, ১৫ অক্টোবর ২০১৭

আবারও উপেক্ষিত অশ্বিন-জাদেজা

অনলাইন ডেস্ক ॥ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের পর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে দলে ঠাঁই হল না টিম ইন্ডিয়ার দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার৷ অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়লেন মহম্মদ শামি ও উমেশ যাদবও৷ ২০১৯ বিশ্বকাপের কথা মাথাতে রেখে তরুণদের পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছে ভারতের জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা৷ তাই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পর কিউয়ি সিরিজেও তারুণ্যে ভরসা রাখল তারা৷ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ড সিরিজেও স্পিন আক্রমণে বিরাটের তাস চায়নাম্যান কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল৷ অস্ট্রেলিয়া সিরিজে অক্ষর প্যাটেলকেও দলে রাখেন নির্বাচকরা৷ তবে লঙ্কা ও অজি সিরিজে দুই রিস্ট স্পিনার কুলদীপ ও চাহাল দারুণ সফল হওয়ায় নির্বাচকরা স্পিন আক্রমণে পরিবর্তনে পথে হাঁটেনি৷ অশ্বিন ও জাদেজা এই মুহূর্তে নিজের রাজ্যের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন৷ প্রথম ম্যাচেই জম্ম-কাশ্মীরের হয়ে ১৫০ রানের ইনিংস খেলেছেন জাদেজা৷ রঞ্জির প্রথম ম্যাচে অশ্বিনের পারফরম্যান্স অত্যন্ত সাদামাটা৷ ত্রিপুরার বিরুদ্ধে ২৪ ওভার হাত ঘুরিয়ে ৬০ রান খরচ করে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ফিরলেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও শার্দুল ঠাকুর৷ ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়াক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, মণিশ পান্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটলে, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর৷ -[
×