ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরে অভিনয়

প্রকাশিত: ১৮:২০, ১৫ অক্টোবর ২০১৭

৩০ কেজি ওজনের লেহেঙ্গা পরে অভিনয়

অনলাইন ডেস্ক ॥ পদ্মাবতীর পোস্টার ও ট্রেলারে নজর কেড়েছেন দীপিকা। তাঁর লুকের প্রশংসা হয়েছে। রংবেরঙের লেহেঙ্গার সঙ্গে গয়না পরিহিত দীপিকাকে রাজপুত রানি হিসেবে দেখানো হয়েছে। যে পোশাকগুলোর জন্য এত সুন্দর দেখিয়েছে দীপিকাকে, সেসবের ওজন ও দাম কত জানেন? শুনলে অবাক হতে হবে। এক একটি পোশাকের দাম নাকি প্রায় ২০ লাখ টাকা। ওজনও নেহাত কম নয়। প্রায় ৩০ কেজি। অর্থাৎ এত ওজনের পোশাক পরেই ঘণ্টার পর ঘণ্টা শুটিং করেছেন দীপিকা। পোশাক নিয়ে বিস্তারিত তথ্য সামনে এনেছেন ডিজাইনার রিম্পল নারুলা। জানিয়েছেন, প্রত্যেকবার দীপিকাকে পোশাক পরাতে, সাজাতে সময় লাগত প্রায় তিন ঘণ্টা। চুপ করে বসে থাকতেন দীপিকা। একটিবারের জন্যও অভিযোগ করেননি কোনোদিন। সব পোশাক ব্যয়সাপেক্ষ আবার ওজনদারও। হাতে তৈরি করা হয়েছে। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা করে লেহেঙ্গা পরে থাকতে হয়েছে দীপিকাকে। যার ওজন প্রায় ৩০ কেজি। যদিও প্রথমবার নয়। এর আগে রামলীলা ছবিতেও প্রায় একই ওজনের লেহেঙ্গা পরেছিলেন দীপিকা। আবার বাজিরাও মাস্তানিতে যে পোশাক পরে রণসাজে সজ্জিত হয়েছিলেন তার ওজনও কম ছিল না। প্রায় ২০ কেজি। তবে সেই পোশাকটি পরতে হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এত দামের বা ওজনের পোশাক পরলেই তো হবে না। সামলানোর দক্ষতা থাকাও দরকার। ডিজাইনার রিম্পল জানিয়েছেন, এত ভারি পোশাক পরেও এতটুকু অসুবিধের মধ্যে পড়তে হয়নি দীপিকাকে। ভালোভাবে সেই পোশাক ক্যারি করেছেন। পোশাক ক্যারি করার ক্ষেত্রে দীপিকা আদর্শ।
×