ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের গোলে রক্ষা বার্সেলোনার

প্রকাশিত: ১৮:১৪, ১৫ অক্টোবর ২০১৭

সুয়ারেজের গোলে রক্ষা বার্সেলোনার

অনলাইন ডেস্ক ॥ ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহুর্তের গোলে রিয়াল মাদ্রিদ পূর্ণ ৩ পয়েন্ট পেলেও সুয়ারেজের গোলে পরাজয় এড়ায় বার্সেলোনা। রোনালদোর গোলে গেটাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। আর সুয়ারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করে বার্সেলোনা। চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছে মেসি-সুয়ারেজরা। শতভাগ জয়ের রেকর্ড তাদের। কিন্তু শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে যায় বার্সেলোনা। ২১ মিনিটে কারাসোর অ্যাসিস্টে গোল করেন সাউল নিগেস। ২৫ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান নিগেস। প্রথমবার্ধে কোনো শক্ত আক্রমণ তৈরি করতে না পারলেও দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে মেসিরা। একের পর এক আক্রমণ করে অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণ দুর্গ কাঁপিয়ে তোলে। তবে ফল পেতে সময় লাগে বার্সেলোনার। ৮২ মিনিটে সার্জিও রোবার্তোর ক্রস থেকে দৌড়ে হেড দিয়ে বল লক্ষ্যভেদ করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। অ্যাটলেটিকোর বিপক্ষে এটি সুয়ারেজের শেষ আট ম্যাচে ষষ্ঠ গোল। ম্যাচের শেষ মুহূর্তে (৯৩ মিনিট) মাদ্রিদের ডি বক্সের কাছ থেকে ফ্রি কিক পেয়েছিল বার্সেলোনা। দলের সেরা তারকা লিওনেল মেসি ফ্রি কিক নিয়ে দলকে জয় উপহার দিতে পারেননি। প্রথমবারের মতো জয় বঞ্চিত হওয়ার পরও পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।
×