ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৯ মাস পর শারাপোভা

প্রকাশিত: ০৫:০৪, ১৫ অক্টোবর ২০১৭

২৯ মাস পর শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন মারিয়া শারাপোভা। দুর্দান্ত খেলেই তিয়ানজিন ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন তিনি। ডোপ পাপের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার পর এবারই প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালের টিকেট কাটলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শনিবার তিয়ানজিন ওপেনের সেমিফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা মারিয়া শারাপোভা খুব সহজেই পরাজিত করেন শুয়াই পেংকে। ডোপ পাপের জন্য ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে কোর্টে ফেরেন শারাপোভা। সেমিফাইনালে পেংকে হারাতে ৭৮ মিনিট সময় নেন এই রাশিয়ান সুন্দরী। ৩০ বছর বয়সী শারাপোভা এদিন ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই শুয়াই পেংকে। আজ টুর্নামেন্টের ফাইনালে তার প্রতিপক্ষ এ্যারেনা সাবালেঙ্কা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০২ নাম্বারে থাকা এ্যারেনা সাবালেঙ্কা তিয়ানজিন ওপেনের শেষ চারে ইতালির সারা ইরানিকে পরাজিত করেন। বেলারুশ সুন্দরী এদিন ৬-১ এবং ৬-৩ গেমে ইতালিয়ান তারকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। গত এপ্রিলে নির্বাসন থেকে ফিরে প্রথমবারের মতো দ্বিতীয় অধ্যায়ের মিশন শুরু করেন শারাপোভা। জার্মানির স্টুটগার্ট ওপেনে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। তিয়ানজিন ওপেনের আগে সেটাই ছিল নিষেধাজ্ঞা থেকে ফেরার পর তার সেরা পারফর্মেন্স। তবে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলার সুযোগ পাননি তিনি। অবশেষে গত মাসে ইউএস ওপেনে কোর্টে নামার সৌভাগ্য হয় তার। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৮৬ নাম্বারে থাকা শারাপোভা গত মাসে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নেন। এরপর বেজিং ওপেনের শেষ ষোলোতে উঠলেও রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপের কাছে হেরে বিদায় নেন এই রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল। তবে তিয়ানজিন ওপেনেই দুর্বার মাশা। নিষেধাজ্ঞা থেকে কোর্টে ফেরার পর প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। এর আগে ২০১৫ সালের মে মাসে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি। সেটাই ছিল তার কোন টুর্নামেন্টের শেষ ফাইনাল খেলা। শুধু তাই নয়, সেবার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান ওপেনের চ্যাম্পিয়নও হয়েছিলেন মারিয়া শারাপোভা। সেই হিসেবে প্রায় ২৯ মাস পর প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। শারাপোভার সামনে এখন ক্যারিয়ারের ৩৬তম শিরোপা জয়ের হাতছানি। এবার কী পারবেন রাশান তারকা? পারবেন কী দুই বছরেরও বেশি সময়ের পর কোন শিরোপা নিজের শোকেসে তোলার আক্ষেপ ঘুচাতে? র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকার ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×