ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জেতার জন্যই খেলব ॥ সাকিব

প্রকাশিত: ০৫:০২, ১৫ অক্টোবর ২০১৭

জেতার জন্যই খেলব ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দল এখন যে দলের বিপক্ষেই খেলুক, জেতার জন্যই খেলে। কন্ডিশন যেমনই হোক। উইকেট যেমনই হোক। জেতার বিকল্প কিছুই ভাবতে পারে না। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে তাই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। বলেছেন, ‘খেলব তো আমরা জেতার জন্যই।’ এরপর যোগ করেছেন, ‘বাকিটা দেখা যাক কি হয়। অবশ্যই এদের কন্ডিশনে অনেক কঠিন হবে। আমাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এগুলো সবদেশের জন্য একই রকম। এরা যখন আমাদের দেশে যায়, শেষবার ওরাও হেরেছে। কন্ডিশনের কারণে একটা বড় প্রভাব পড়ে অবশ্যই।’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল খেলাটাকেই চ্যালেঞ্জ মানছেন সাকিব। জানেন কন্ডিশন জয় করতে পারলে জেতাও সম্ভব হবে। তাই তো বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে (দক্ষিণ আফ্রিকায়) এশিয়ার দলগুলোর পারফর্মেন্স ভাল না। আবার ওরা যখন এশিয়ায় গেছে তখন তাদেরও পারফর্মেন্স ভাল না। এখানে তাই আমাদের চ্যালেঞ্জ বেশি।’ তবে সাকিবের কাছে কন্ডিশন কোন বিষয় নয় তা সবারই জানা। প্রস্তুতি ম্যাচে যেমন বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও হাফসেঞ্চুরি করে দেখিয়েছেন সাকিব। এ নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ‘একেক জনের ধরন তো একেক রকম। আমার মুভমেন্ট ভাল হচ্ছিল বলে হয়তো আমি সময় একটু বেশি পাচ্ছিলাম। এগুলো টেকনিক্যাল জিনিস, আমি খুব একটা বলতে পারব না। মাঠে আমরা কিভাবে এ্যাপ্রোচ করি সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ বারবার সাকিবের মুখে ঘুরে ফিরে চ্যালেঞ্জের কথাই এসেছে। আবার এতে মজাও দেখছেন তিনি, ‘আমি বারবার বলছি এই কন্ডিশনে খেলা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটাই তো আমরা নিতে চাই। নইলে তো খেলায় মজা আসবে না। আশাকরি সবাই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত থাকবে আর ভাল করার চেষ্টা করবে।’ সাকিব হার-জিতকে সমান তালেই রাখতে চান। হার হলে সম্মান যাবে যা অর্জন হয়েছে, তা ম্লান হয়ে যাবে, এমন কথার সঙ্গে কোনভাবেই একমত নন, ‘ক্রিকেট তো একটা খেলা, তাই না? এখানে এই জিনিসগুলো ভাবা আমার কাছে মনে হয় একটু হাসির মতোই। আমি মনে করি, আমরা এখানে একটা ম্যাচ খেলতে এসেছি। যেখানেই আমরা খেলি আমাদের লক্ষ্য থাকে জেতার, ভাল করার। অনেক সময় জিতব, অনেক সময় জিতব না। দক্ষিণ আফ্রিকা শেষবার বাংলাদেশে গিয়ে হেরেছে। কেউ অনুমান করেনি ওরা হারবে। তাতে কী ওদের সব অর্জন ম্লান হয়ে গেছে? অবশ্যই হয়নি। ওরা এখানে ছোটবেলা থেকে খেলে, এটি ওদের জন্য সহজ তো হবেই। আমরা যতোই দুই-তিন-চার সপ্তাহ আগে আসি এমনকি একমাসের ক্যাম্প করি, দুইমাসের ক্যাম্প করি, আমাদের জন্য তা হবে না। কারণ দুইমাসের ক্যাম্প আর ২০ বছরের খেলার অভিজ্ঞতা এক না। আবার ওরা আমাদের দেশে একমাস, দেড়মাস অনুশীলন করে খেলুক, তবু দেখবেন ওরা হারবে। এখন আমাদের যে দল তাতে আমি তেমনই বিশ্বাস করি।’ সাকিব এসব নিয়ে না ভেবে খেলাতেই মনোযোগ দিতে চান, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজেদের কি কি আছে। আমরা নিজেরা কতটা ভাল করতে পারি। যেহেতু আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে, বিশ্বমানের পারফর্মেন্স আছে, বড় বড় জায়গাতেও আমরা ভাল করেছি, লক্ষ্য থাকবে আমরা সেই কাজগুলোই আবার যেন করতে পারি।’ সেই কাজ করা গেলেই হয় এখন।
×