ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাখির বাসায় পাঁচ তারকা হোটেল

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ অক্টোবর ২০১৭

পাখির বাসায় পাঁচ তারকা হোটেল

যদি কোন পাখির বাসা হয় বিলাসবহুল পাঁচতারকা হোটেলের আদলে গড়া তবে তা মানুষকে অবাক করার জন্য যথেষ্ট। এমন কিছু বিলাসবহুল পাখির বাসার সন্ধান পাওয়া গেছে কেনিয়ার লাইকিপিয়া মালভূমিতে। তবে দেখতে পাখির বাসা হলেও এটি আসলে মানুষের বাসা। অর্থাৎ পাঁচতারকা হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধাসংবলিত পাখির বাসার আদলে এই হোটেল বানানো হয়েছে কেনিয়ার উত্তরাঞ্চলের লাইকিপিয়া মালভূমির সাফারি পার্কে পর্যটকদের রাত কাটানোর জন্য। একেবারে স্থানীয় পর্যায়ে প্রাপ্ত গাছের ডাল ও কৃষি উপকরণ দিয়ে এই বাসা এমনভাবে বানানো হয়েছে যেন সাফারি পার্কে ভ্রমণরত পর্যটকরা পাখির মতো করে উঁচুতে বসে চারপাশের হাতি, জিরাফ এবং অন্যান্য পশুপাখির বিচরণ দেখতে পারেন। চার সদস্যবিশিষ্ট পরিবারের থাকার জন্য বাসাগুলোতে রয়েছে লাগোয়া বাথরুম, গরম বা ঠা-া জলের সুবিধা, সৌরবিদ্যুত, শ্যাম্পেইনসহ পর্যটকদের পছন্দসই নানান পদের খাবারের ব্যবস্থা। ইতোমধ্যে এই বাসায় থাকার জন্য পর্যটকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে বিলাসবহুল এই পাখির বাসায় রাত কাটাতে গেলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। প্রতি রাতের জন্য প্রতিটি বাসার ভাড়া আট শ’ বাহাত্তর পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় পঁচানব্বই হাজার টাকা। -ইয়াহু নিউজ
×