ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিলামে চার্চিলের সিগারেট

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ অক্টোবর ২০১৭

নিলামে চার্চিলের সিগারেট

দুবার নোবেল জয়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের খাওয়া একটি সিগারেট নিলামে বিক্রি হয়েছে। ১৯৪৭ সালের ১১ মে প্যারিস সফরের সময় চার্চিল এই সিগারেট ধরিয়ে এতে কয়েকটা টান মারেন। বুধবার সন্ধ্যায় বোস্টনভিত্তিক প্রখ্যাত নিলামঘর আরআর অকশন হাউস চার ইঞ্চি দৈর্ঘ্যরে সিগারেটটি নিলামে তোলে। নিলামে তোলার কয়েক মিনিটের মাথায় এক ক্রেতা ১২ হাজার ডলারে এটি লুফে নেন। তবে ওই ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। আরআর অকশন হাউস সিগারেটটির ঐতিহাসিক মূল্য বোঝাতে গিয়ে জানায়, ১৯৪৭ সালের ১১ মে সস্ত্রীক ফ্রান্স সফরে যান চার্চিল। প্যারিসের লা বোরগেট বিমানবন্দরে নামার পর সিগারেটটি ধরিয়ে কয়েকটা টান মারেন। পরে এটি তার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্রিটিশ কর্মকর্তা কর্পোরাল এ্যালেন টারনারের হাতে দেন। পরে তিনি সিগারেটটি আর চাননি। এরপর সিগারেটটি সংগ্রহে রাখেন ওই কর্মকর্তা। এভাবে হাতবদল হতে হতে এটি আরআর অকশন হাউসের হাতে পৌঁছে। সিগারেটটি কিউবার প্রখ্যাত লা করোনা ব্র্যান্ডের। এটিতে চার্চিলের নাম লেখা রয়েছে। বিটি ডটকম অবলম্বনে।
×