ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ আহত ১০

প্রকাশিত: ০২:২৩, ১৪ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীরর দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে পুলিশের লাঠিচার্জে যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন যুবদল নেতারা। জানা গেছে, শনিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের নেতাকর্মীরা নগরীর দেওভোগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারিদের ছত্রভঙ্গ করে দিয়ে ব্যানার কেড়ে নেয় বলে যুবদলের নেতাকর্মীরা জানায়। পুুলিশের লাঠিচাজে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা জুম্মন সরকার, ইসমাইল খান, মনির হোসেন, জহির আহমেদ, মাসুম, জাকির, হাজী লিটন সহ ১০ জন আহত হয়। জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল করার সময়ে পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা করে আমাদের ব্যানার কেড়ে নেয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মিছিলকারিরা সাধারণ মানুষের যানচলাচলে বিঘœ সৃষ্টি করা চেষ্টা চালায়। তারা আতংক সৃষ্টি করে পুলিশের উপর চড়াও হয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে বেলা এগারোটায় মহানগর যুবদলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সামনে বিক্ষোভ কর্মসুচী পালন করে। মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সানোয়ার হোসেন, মাসুদ রানা, মমতাজ উদ্দিন মন্তুসহ অনেকে।
×