ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই

প্রকাশিত: ০১:৩৫, ১৪ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার পীরগঞ্জ শহরের এক ফিড ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে মারপিটের মুখে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠুরর নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যবসায়ী অভিযোগ করেছেন। জানা যায়, শহরের শহীদ গোলাম মোস্তফা সড়কের বিশিষ্ট ফিড ব্যবসায়ী মেসার্স আমিরুল ্েরটডার্স এর স্বত্বাধিকারী আমিরুল ইসলাম(৪০)কে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি শসস্ত্র গ্রুপ তার দোকান থেকে তাকে উঠিয়ে নিয়ে পাশ্ববর্তি মুন্সিপাড়া জামে মসজিদের সম্মুখে নিয়ে এলাপাথারি মারপিট শুরু করে। এক পর্যায়ে যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু ৩শ’’ টাকার অলিখিত সাদা ষ্ট্যাম্পে জোর পূর্বক ওই ব্যবসায়ীর স্বাক্ষর নেন। এসময় মারপিটে আহত ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারিরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে থানায় মামলা দাযেরের প্রস্তুতি চলছে উল্লেখ করে ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, পার্টনারশিপে পুকুরে মাছ চাষের ব্যবসা ও ব্যবসায়িক লেনদেনের কারণে ১১ লক্ষ টাকার ফিড বাকি নিয়ে আতœসাতের উদ্দেশ্যে এই হামলা মারপিট, টাকা ছিনতাই ও সাদা ষ্ট্যাম্প সহি স্বাক্ষর নেয়ার ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু’র বক্তব্য চাওয়া হলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, কযেকজন ছাত্রদল নেতা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি শুনেছেন।
×