ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ০১:২২, ১৪ অক্টোবর ২০১৭

যশোরে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর ॥ শনিবার দুপুরে কেশবপুরে সুফলাকাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক মা-সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, শিশুদের নির্দিষ্ট সময় পর পর ক্ষুধা লাগে। ক্ষুধার্ত অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগী হতে পারেনা। শিশুদের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের আরও মনযোগী হতে হবে। তাদের বাড়ন্ত শরীরের জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন। তাই ক্ষুধা লাগলে তাদের অবশ্যই খেতে দিতে হবে। সে কারনে সরকার শিশু ছাত্রছাত্রীদের জন্য টিফিন বক্সের ব্যবস্থা করেছে। সবসময় কিছু খাবারসহ স্কুলে পাঠানোর জন্য উপস্থিত মায়েদের প্রতি তিনি আহবান জানান। মা সমাবেশ ও টিফিন বক্স বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিতে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, গৌরিঘোনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, প্রমুখ।
×