ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে ভূয়া সেনাসদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০০:২৭, ১৪ অক্টোবর ২০১৭

জামালপুরে ভূয়া সেনাসদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়দানকারী আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইসলামপুর থানা পুলিশ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগো সম্বলিত পোশাকপরা ছবি ও একাধিক পরিচয়পত্র জব্দ করা হয়েছে। পুলিশ একটি প্রতারণার মামলা দায়ের করে শনিবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, ভূয়া সেনাসদস্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার সেনেরচর ভুইয়াপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে। তার প্রকৃত নাম ফিরোজ আলী। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন ছদ্মনামে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। তার কাছে সেনাবাহিনীর মূল্যবোধ কার্ড, সেনাবাহিনী পরিচয়পত্র, সেনাবাহিনীর চেতনার কার্ড ও শাখা কার্ড পাওয়া যায়। তার কাছে পাওয়া ভূয়া পরিচয়পত্রে তার নাম মো. আব্দুল মতিন, আইডি নং-ইবি ৪৪১৫২৫, সেনাসদস্য নম্বর- ৪০৫৩৫৫৮, পদবি- সৈনিক, ইস্যুর তারিখ-৩০/০৫/১৫, প্রদানকারী কর্তৃপক্ষ ২৪ পদাতিক ডিভিশন উল্লেখ রয়েছে। এলাকাবাসী জানায়, সেনাসদস্য পরিচয়ে আব্দুল মতিন শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় হারুন অর রশিদের বাড়িতে তার শালিকাকে বিয়ে করতে যান। এ সময় তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী ইসলামপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ভূয়া সেনাসদস্য আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান জনকন্ঠকে বলেন, গ্রেপ্তার আব্দুল মতিনের প্রকৃত নাম ফিরোজ আলী। সে দীর্ঘ দিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন ছদ্মনামে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ইতিমধ্যে ইসলামপুরে একাধিক ঘটনা ঘটিয়েছে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাকে প্রতারণার মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
×