ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন ॥ এমপি শাওন

প্রকাশিত: ২৩:৩০, ১৪ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন ॥ এমপি শাওন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান নিধনের প্রতিবাদে ভোলায় লালমোহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে লালমোহন ঈদগাহ মাঠে ঈমান আকিদা সংরক্ষক কমিটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালামোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ একে এম রফিকুল ইসলামের সভাপত্বিতে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। এছাড়াও বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমূখ। প্রতিবাদ সভায় লালমোহনের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী সহ সব সর্বধারান লোকজন অংশ নেয়। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মায়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপিড়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে এগিয়ে এসেছেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ও রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলসহ জাতিসংঘে কুটনৈতিক তৎতপরতা চালাচ্ছেন। অচিরেই তারা নিজ দেশে ফিরে যাবে। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, রাষ্ট্রীয় ভাবেই রোহিঙ্গা সংকট মোকাবেলা করবে সরকার। বাংলাদেশ সরকার সবসময় রোহিঙ্গাদের পাশে আছে। মায়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যহত রাখবো। তবে ইসলামের নামে কেউ যেন বিশৃংখলা করতে না পারে তার প্রতিও সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
×