ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ

প্রকাশিত: ২১:৩৫, ১৪ অক্টোবর ২০১৭

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্তঞ্চল সাহেবরামপুর এলাকার আন্ডারচরের আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ চুড়ান্ত প্রতিযোগীতা। অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে আড়িয়াল খাঁ নদীর দু’পাড়ে জড়ো হয়েছিল কয়েক হাজার উৎসুক জনতা। শুক্রবার দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে-ধাপে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ১৫টি নৌকা অংশ নেয়। সাহেবরামপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ও স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিমের সৌজন্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতা ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, জেলা পৌরসভার মেয়র খালিদ হাসান ইয়াদ, পৌর আ’লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার। এ চুড়ান্ত প্রতিযোগীতায় ১ম সিডিখান নৌকা, ২য় মৃধা কান্দি নৌকা ও ৩য় হয় সমিতিরহাট নৌকা। পরে রাতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে ফ্রিজ ও টিভি প্রধান করা হয়।
×