ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখোমুখি হতে যাচ্ছে মরিনহো-ক্লপ

প্রকাশিত: ১৯:২৮, ১৪ অক্টোবর ২০১৭

মুখোমুখি হতে যাচ্ছে মরিনহো-ক্লপ

অনলাইন ডেস্ক ॥ লিভারপুরের ঘরের মাঠে গত কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। না, কোনো নেতিবাচক কারণে নয়। আজ শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণ। অ্যানাফিল্ডে জার্গেন ক্লপের শিষ্যদের মুখোমুখি হতে যাচ্ছে হোসে মরিনহোর দল। যেকোনো ম্যানইউ কোচের কাছেই অ্যানফিল্ডে গিয়ে মাঠে নামা কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় সফল হতে পরবেন মরিনহো? ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ৭ ম্যাচের পর হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ২ নম্বরে। রোমেলু লুকাকুদের দলের পয়েন্ট ১৯। সমসংখ্যক ম্যাচের পর লিভারপুলের পয়েন্ট ১২। লিগ তালিকায় জার্গেন ক্লপের দল এই মুহূর্তে রয়েছে ৭ নম্বরে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, অ্যানফিল্ডে ঘরের মাঠে শনিবার না জিতলে সমস্যায় পড়তে পারেন রবের্তো ফিরমিনোদের এই জার্মান কোচ। গত বছর অ্যানফিল্ডে এই ম্যাচটাই গোলশূন্য ড্র হয়েছিল। তাই এবার দুই কোচই জিততে মরিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলছেন, 'এই ম্যাচটার মজাই আলাদা। লিভারপুলের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিটা মুহূর্তই হলো উপভোগ্য। লিভারপুল বেশ ভালো দল। এই ধরনের বিপক্ষের বিপক্ষে খেলতে নামলে ফর্ম, মুহূর্ত, ছন্দ কোনো গুরুত্ব পায় না। এটা ৩ পয়েন্টের ম্যাচ। আর তার জন্য দুই দলই মাঠে নেমে নিজেদের উড়াড় করে দেবে। ' অন্য দিকে লিভারপুল কোচও এই মহারণে নামার আগে বেশ সংযত হয়ে বলছেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামার আগে গত এক সপ্তাহ ধরে নানা রণকৌশল তৈরি করেছি আমরা। শনিবার মাঠে নেমে তা প্রয়োগ করার পালা। ' ক্লপের টিমে সাদিও মানে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। চোট রয়েছে অ্যাডাম লাল্লানারও। পাশাপাশি ম্যান ইউ শিবিরে ফেলাইনির হাঁটুতে চোট থাকায় তিনি দলে নেই। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় নেই পল পোগবাও। ফলে দুই কোচই বিকল্প বেছে রেখেছেন নিজেদের পরিকল্পনা মতো। অ্যানফিল্ডে এর আগে চেলসির কোচ থাকার সময় মরিনহো গিয়ে জিতে ফিরেছেন। তাই সে কথা স্মরণ করে ম্যাচের আগে তিনি বলছেন, 'অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের বিপক্ষে ম্যাচ খেলতে সত্যিই আমি পছন্দ করি। কারণ, এই ম্যাচের পরিবেশটাই আলাদা। ' লিভারপুল সমর্থকরা যদিও আশাবাদী অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেড গোল পায় না। মরিনহো নিজেও জানেন সে কথা। তাই সম্মানের যুদ্ধে জিততে ফুটবল দুনিয়ার 'দ্য স্পেশাল ওয়ান' কোচ যে আক্রমণের রাস্তা নেবেন সে ব্যাপারে নিঃসংশয় ম্যানইউ সমর্থকরা।
×