ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২-২ গোলে জাপানের সঙ্গে ড্র

অল্পের জন্য পাকিস্তানের রক্ষা

প্রকাশিত: ০৬:২২, ১৪ অক্টোবর ২০১৭

অল্পের জন্য পাকিস্তানের রক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকা দলকে হারানোর আনন্দই আলাদা। তবে হারাতে না পারলেও যদি রুখে দেয়া যায়, তাহলে সেই চিত্তসুখও কোন অংশে কম নয়। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ হকির পুল ‘এ’তে প্রথম ম্যাচে এমনই চিত্তসুখ লাভ করেছে দূরপ্রাচ্য এবং সূর্যোদয়ের দেশ জাপান। তারা ২-২ গোলে রুখে দিয়েছে এই আসরে দ্বিতীয় সর্বাধিক ও তিন বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে। অল্পের জন্য হারেনি পাকিস্তান। একটুর জন্য বেঁচে গেল ইজ্জত। তবে না হারলেও খুইয়েছে মূল্যবান দুটি পয়েন্ট, যার মাসুল পরে গুনতে হতে পারে তাদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটা পাকিস্তানের প্রথম ড্র। ১ জয় ও ১ ড্রতে তাদের পয়েন্ট ৭। সমান ম্যাচে এটা জাপানেরও প্রথম ড্র। পয়েন্ট ১। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান চতুর্দশ আর জাপানের সপ্তদশ। এশিয়া কাপে যেখানে পাকিস্তান তিনবারের শিরোপাধারী, সেখানে জাপান কোন শিরোপা জেতেনি। চতুর্থ স্থান অধিকার করেছে চারবার (১৯৮৫, ১৯৮৯, ২০০৩ ও ২০০৭)। শক্তির নিরিখে পাকিরাই এগিয়ে জাপানের চেয়ে। শুক্রবার নীল টার্ফে নেমে পাকিস্তান আগে গোল করে জানান দেয়, প্রতিপক্ষের চেয়ে তারাই বেশি শক্তিধর। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান দল। সেটাই ম্যাচের প্রথম পিসি। কম্বিনেশনে ছিলেন রিজওয়ান-আব্বাস-ইরফান। তবে কানেক্ট করে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন কাদির মোহাম্মদ আর্সলান (১-০)। এর আগে অবশ্য ৮ মিনিটেই প্রথম গোলের দেখা পেতে পারত জাপান। জাপানের ইউসিহারার রিভার্স হিট বারের ওপর দিয়ে বাইরে চলে গেলে গোলবঞ্চিত হয় তারা। ১৯ মিনিটে তানাকা কেন্টা একক প্রচেষ্টায় বিপদ সীমানায় ঢুকে মিস করলে হতাশা বাড়ে তাদের। এর তিন মিনিট পরেই অবশ্য সে হতাশা দূর হয় তাদের। ২২ মিনিটে তানাকা কেন্টা তিন পাকি ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোল করলে সমতায় ফেরে জাপান (১-১)। ২৯ মিনিটে ইউসিহারারা হেইটার চমৎকার রিভার্স হিটে এগিয়ে গিয়ে পাকিদের চমকে দেয় জাপান (২-১)। তবে এই লিড ধরে রাখতে পারেনি তারা। ৫০ মিনিটে কাদিরের দারুণ পুশ থেকে গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান ওমর ভুট্টো (২-২)। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুটিই পুল ‘বি’র ম্যাচ। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চীন বনাম ওমান। বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ কোরিয়া মোকাবেলা করবে মালয়েশিয়ার।
×