ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাম্পস্ আপের রকমফের

প্রকাশিত: ০৪:৩১, ১৪ অক্টোবর ২০১৭

থাম্পস্ আপের রকমফের

জন্মগতভাবে সাধারণত প্রতিটা মানুষেরই দুই হাত মিলিয়ে পাঁচটি পাঁচটি করে মোট দশটি আঙ্গুল থাকে। প্রতিটা আঙ্গুলেরই আলাদা রকমের ব্যবহার থাকলেও বিশ্বজুড়ে বৃদ্ধাঙ্গুলকে কেন্দ্র করে রয়েছে ভিন্নধর্মী বেশকিছু ব্যবহার। দেশভেদে সে সকল ব্যবহারগুলোকে কেন্দ্র করে করতে দেখা যায় বিভিন্ন ধরনের সব প্রতিক্রিয়া। বৃদ্ধাঙ্গুল দ্বারা সবচেয়ে পরিচিত যে কাজটি করতে দেখা যায় সেটাকে বলা হয় ‘থাম্বস্ আপ’। অর্থাৎ বৃদ্ধাঙ্গুল উপরের দিকে তোলা। মজার বিষয় হচ্ছে, এই বৃদ্ধাঙ্গুল উপরের দিকে তুলে ধরার মতো বিষয়টিকে নিয়ে একেক দেশে একেক রকমের মনোভাব পোষণ করা হয়। হতে পারে সেটা কখনও ইতিবাচক কিংবা নেতিবাচক। অনেক সময় আবার একে সঙ্কেত বা মনের ভাব প্রকাশ করার মাধ্যম হিসেবেও ব্যবহার করতে দেখা যায়। প্রাচীন রোমে যুদ্ধের সময় রোমান যোদ্ধারা বিপক্ষের পরাজিত সৈন্যদের কি করা হবে সে কথাও বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে সঙ্কেত দিয়ে জানাতো। যদি বৃদ্ধাঙ্গুল নিচের দিকে মানে ‘থাম্বস্ ডাউন’ করা হতো তবে পরাজিত সৈন্যকে মৃত্যু, অন্যদিকে বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করলে মাফ করে দেয়া হতো। মধ্যযুগে বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করে তীরন্দাজদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আদেশ দেয়া হতো। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিমানের পাইলটরা বিমান নিচে নামানোর সময় বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করার মাধ্যমে যোগাযোগ পালন করত। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের লোকজনের মাঝে সংস্কৃতি ভেদে এই বৃদ্ধাঙ্গুল উপর- নিচ করার ব্যাপারে রয়েছে ভিন্ন ধরনের মনোভাব। ইংরেজী ভাষার দেশগুলোতে সাধারণত বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করাকে ইতিবাচক দিক হিসেবেই দেখা হয়। ফিনল্যান্ডে এটাকে ধরা হয় ‘শুভ কামনা’ জানানোর প্রতীকী রূপ হিসেবে। তবে পশ্চিম আফ্রিকা, ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই আবার এটাকে নিন্দনীয় বা খারাপভাবে নিয়ে থাকে। অন্যদিকে জার্মানি, ফ্রান্স এবং হাঙ্গেরির মত দেশেগুলোর লোকেরা এই ঈশারাকে একটা সঠিক সংখ্যার ইঙ্গিত বলে মনে করে। এক্ষেত্রে আমাদের পাশের দেশ ভারতেও দেখা যায় এর আলাদা আলাদা কয়েকটি ব্যবহার। যেখানে বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করে ডান ও বাম দিকে নাড়াতে থাকলে কোন কাজের প্রতি অমত প্রকাশ বা কাজটি কর না এমন ধরনের মানে দাঁড়ায়। তাদের দেশীয় একটি পানীয়র নামও রাখা হয়েছে থাম্বস্ আপ, যার লোগোতেও দেখা যায় বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করে রাখার ছবি। ইতালি ও গ্রিসের লোকেরা আবার রাস্তায় অন্যের গাড়িতে লিফট নিতে চাইলে বৃদ্ধাঙ্গুল উপরের দিকে করে বার বার ঝাঁকিয়ে ঈশারা করতে থাকে। তবে এক্ষেত্রে বিশেষভাবে বলা যেতে পারে, আমেরিকার কানে শুনতে না পারা লোকেদের কথা; যারা নিজেদের মনের ভাব প্রকাশ এবং অন্যের কাছে সাহায্য চাওয়ার জন্য সাঙ্কেতিক ভাষা হিসেবেও বৃদ্ধাঙ্গুলের ব্যবহার করে থাকে। ১ম বর্ষ, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
×