ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকার মঞ্চে শাবানা আজমি ও জাভেদ আখতার

প্রকাশিত: ০৩:২৯, ১৪ অক্টোবর ২০১৭

ঢাকার মঞ্চে শাবানা আজমি ও জাভেদ আখতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অভিনয় করবেন বলিউড তারকা শাবানা আজমি। সঙ্গে থাকবেন গীতিকার জাভেদ আখতার। ‘কাইফি আওর ম্যায়’ শিরোনামের একটি নাটক মঞ্চায়ন করবেন এই তারকা দম্পতি। জানা গেছে, শাবানা আজমির বাবা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চ নাটক এটি। কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। জানাগেছে মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়ন হবে রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে। আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনস সূত্রে এই তথ্য জানা গেছে। নাটকটির বাণিজ্যিক প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। এই বিশেষ আয়োজনটি সরাসরি মঞ্চে দেখতে চাইলে দর্শকের কিনতে হবে পাঁচ হাজার অথবা দুই হাজার টাকার টিকিট। গত ১১ অক্টোবর থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। ব্লুজ কমিউনিকেশন্সের হটলাইনের ০১৭৭৭ ১০০৭০০ এই নম্বরে বিস্তারিত জানা যাবে। জাভেদ আখতার-শাবানা আজমির নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং। ভারতের খ্যাতিমান গীতিকার জাভেদ আকতার। অন্যদিকে অভিনেত্রী হিসেবে ভারতের পাশাপাশি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়তা রয়েছে শাবানা আজমির।
×