ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় দুই খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ॥ লাশ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ০১:২৭, ১৩ অক্টোবর ২০১৭

ফতুল্লায় দুই খুনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ॥ লাশ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় দুই যুবক মিলটন (২৫) ও তার কর্মচারী পারভেজ (২৪) নিহত হওয়ার ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। শুক্রবার বিকেলে দুই যুবকের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কেউ এখনও গ্রেফতার হয়নি। হত্যাকান্ডের পর থেকে কাশিপুরের হোসাইনীনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় ফতুল্লার কাশিপুরে হোসাইনীনগর এলাকার একটি রিকশা গ্যারেজে হামলা চালিয়ে ছায়াবৃত্ত শ্রমজীবি সমবায় সমিতি মালিক মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় এখন মামলা হয়নি। এছাড়াও এখনও কেউ গ্রেফতার হয়নি। নিহত মিলটনের স্ত্রী মাজেদা বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা চাদাঁ না পেয়ে মিল্টনকে হত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, হত্যাকান্ডের পর থেকে পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, বিকেলে ময়না তদন্ত শেষে দুই যুবকের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই যুবকের শরিরের বিভিন্ন জায়গায় অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে । ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, হত্যাকারি ও হত্যাকান্ডের শিকার দুই গ্রুপই সন্ত্রাসী। এলাকায় আধিপত্য বিস্তার, মাল্টিপারপাসের অর্থ লেনদেন সহ পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মোঃ শরফুদ্দীন জানান, দুই যুবক নিহত হওয়ার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। হত্যকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
×