ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যূ

প্রকাশিত: ০০:৫৭, ১৩ অক্টোবর ২০১৭

ঠাকুরগাঁওয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যূ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শহরের চৌরাস্তা থেকে রেলস্টেশনের বাণিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক প্রসস্থকরণের লক্ষ্যে ওই এলাকায় চলছে গাছ কাটার হিড়িক। আজ শুক্রবার আর্ট গ্যালারি এলাকায় ঠিকাদার দীপক কুমার রায়ের লোকজন সড়কের পাশের বিভিন্ন প্রজাতির গাছ কাটছিলেন। এসময় কলেজপাড়ার এসি ল্যান্ড বস্তি এলাকার বাসিন্দা বাবলু ইসলামের স্ত্রী নুর নিহার মুন্নী (৩২) ওইসব গাছের খড়ি সংগ্রহ করতে গেলে গাছের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যূ হয়। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাছ কাটার তিন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকবুপুর গ্রামের সবুজ আলীর ছেলে তাইজুল ইসলাম (২৫), একই গ্রামের বাহার উদ্দীনের ছেলে ফারুক হোসেন (২২) ও বোচাপুকুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রিয়াজুল ইসলাম (৩৫)। জানা যায়, ঠিকাদারের লোকজন গাছের চাপায় নিহত গৃহবধূর পরিবারকে ম্যানেজ করে ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে। সদর থানার উপ-পরিদর্শক নবীউল ইসলাম জানান, থানায় কারো কোন অভিযোগ পাওয়া না গেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×