ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত: ০০:৫৩, ১৩ অক্টোবর ২০১৭

নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ “কন্যা শিশুর জাগরন, আনবে দেশে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালনে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমী যৌথ আয়োজনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগীতায় শিশু একাডেমী থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু একাডেমীর চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিশু একাডেমীর হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাইমেনা শারমিন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম, সম্মিলিত সংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা নারী কল্যান সমিতির সম্পাদিকা সামিমা রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, পল্লী-শ্রীর জেলা সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাঙ্গন ও দেশের গানের প্রতিযোগীতা করা হয়। এছাড়াও জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা দিবসটি পালন করা হয়।
×