ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ১৫ বছর উদযাপন

প্রকাশিত: ২৩:০৫, ১৩ অক্টোবর ২০১৭

বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ১৫ বছর উদযাপন

বাকৃবি সংবাদদাতা ॥ বর্ণাঢ্য আয়োজনের আজ শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বি.এসসি. ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ১৫ বছর পূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষ্যে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী, স্মৃতিচারণ, আলোচনা সভা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সামনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়। সেখানে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। শুক্রবার ও শনিবার সন্ধ্যায় কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও করিগরী অনুষদের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধীনে চার বছর মেয়াদ বি.এসসি ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু হয়।
×