ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটার প্যানেল মেয়রের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি

প্রকাশিত: ২০:৩২, ১৩ অক্টোবর ২০১৭

কুয়াকাটার প্যানেল মেয়রের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা থেকে পটুয়াখালী পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী। ২৪ সেপ্টেম্বর প্রথম দিনে কুয়াকাটা থেকে আলীপুর পর্যন্ত পাঁচ কিমি অংশের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র পান্না মাঝিসহ আরেক কাউন্সিলরের একটি স্থাপনা অপসারন করা হয়নি। এছাড়া একটি আবাসিক হোটেলের দেয়ালও অপসারন করা হয়নি। এনিয়ে উচ্ছেদ হওয়া শতাধিক ব্যবসায়ীসহ ক্ষুদে দোকানিরা ক্ষুব্ধ মনোভাব পোষন করেছেন। তাদের অভিযোগ তারা দরিদ্র বিধায় কোন ছাড় দেয়া হয়নি। ভেঙ্গে ফেলা হয়েছে। আবার কেউ কেউ স্বেচ্ছায় অপসারন করেছেন। কিন্তু অজ্ঞাত কারনে কুয়াকাটার প্রবেশদ্বার কালভার্টের পাশে সওজের জায়গায় প্যানেল মেয়রসহ অপর দুইটি স্থাপনা রহস্যজনক কারণে অপসারিত হয়নি। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহম্মেদ জানান, কোন স্থাপনা থাকতে পারবে না সড়ক ও জনপথের জমির মধ্যে। পর্যায়ক্রমে সব উচ্ছে করা হবে।
×