ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিয়েতনামে বন্যা ও ভূমিধস ॥ নিহতের সংখ্যা বেড়ে ৪৬

প্রকাশিত: ১৮:৩৮, ১৩ অক্টোবর ২০১৭

ভিয়েতনামে বন্যা ও ভূমিধস ॥  নিহতের সংখ্যা বেড়ে ৪৬

অনলাইন ডেস্ক ॥ ভিয়েতনামে মৌসুমি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩০ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৩৩ জন। ফলে প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার জাতীয় দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকালে হোয়া বিনস তান লাক জেলা থেকে নিহত আরও ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই এলাকা থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বন্যা ও ভূমিধসে অন্তত দেড় হাজার ঘরবাড়ি ধ্বসে গেছে, নষ্ট হয়েছে প্রায় ৮৪ হাজার হেক্টর জমির ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬টি ব্রিজ। প্রসঙ্গত, দেশের উত্তর ও মধ্যভাগে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের দিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ফিলিপাইনেও দুর্যোগের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
×